গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব, তাঁকে দেখতে হাসপাতাল পৌঁছল গোটা পরিবার

0
3

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দল প্রতিষ্ঠাতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে। এহেন পরিস্থিতিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি পৌঁছল পরিবার। শুক্রবার রাঁচির রিম্স হাসপাতলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু স্ত্রী রাবড়ি দেবী। পুত্র তেজস্বী যাদব, তেজ প্রতাপ এবং কন্যা মিশা ভারতীও লালুর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন:মোদির সঙ্গে নেই বিজেপি নেতারা, নেতাজি ভবনের আপত্তি মানতে হল দিল্লিকে

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব এর সঙ্গে সাক্ষাতের পর হাসপাতালের বাইরে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী বলেন, ‘আমাদের পরিবার ওনার আরো উন্নত চিকিৎসা চায়। সমস্ত রিপোর্ট হাতে আসার পর ডাক্তাররা বিচার করবেন এখানে ওনার চিকিৎসা হবে কিনা। উনার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। শনিবার আমি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ করব।’ পাশাপাশি এক বরিষ্ঠ ডাক্তার বলেন, ‘লালু প্রসাদ যাদবের ফুসফুসে সংক্রমণ হয়েছে। আমরা ওনার চিকিৎসা করছি। পাশাপাশি এইমস হাসপাতালের একজন সিনিয়র ফুসফুস বিশেষজ্ঞের সঙ্গে ওনার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। উপযুক্ত সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

Advt