অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর মাঝরাতে শ্রীধরকে মেসেজ কোহলির

0
2

অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও, প্রথম টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছিল বিরাট কোহলির ( virat kohli) নেতৃত্ব ভারতীয় দল ( india team)। মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। সেই হারের পর না কি ফিল্ডিং কোচ আর শ্রীধরকে ( R sridhar) ম‍েসেজ করেন কোহলি।

শনিবার এমনটাই জানালেন আর শ্রীধর। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ‍‍্যানেলে শ্রীধর বলেন,” তখন মাঝরাত। প্রায় ১২:৩০ টায় সময় মেসেজ করেন কোহলি। মেসেজে জানতে চান কি করছি। সেই সময় আমি, রবি শাস্ত্রী,, ভরত অরুণ এবং বিক্রম রাঠোর বসে আছি। সেই সময় বিরাট বলল আমি আসছি। কোহলি আসার পর মেলর্বন টেস্ট নিয়ে আলোচনা শুরু করে দেই।”

দ্বিতীয় টেস্টে কি দল নামবে, তা নিয়ে ধন্দ ছিল। বিরাট কোহলি শাস্ত্রীকে বলেন দলে বোলিং এর ওপর জোর দেওয়া হোক। অজিঙ্কে রাহানেকেও সেই কথা বলেন কোহলি।

আরও পড়ুন:ভারত-ইংল‍্যান্ড প্রথম দুই টেস্টে নিষিদ্ধ দর্শক প্রবেশ

Advt