কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah ) জানুয়ারির শেষে এ রাজ্যে আসছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর, শাহ চাইছেন তাঁর এবারের সফরসূচিতে অন্তর্ভুক্ত করা হোক বেহালার ‘মহারাজ’- ভবন৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখতে তাঁর বাড়িতে যেতে পারেন (Visit) শাহ।
শাহ-মহারাজ সম্পর্ক যে খুবই নিবিড়, একাধিকবার এর প্রমান মিলেছে৷ চলতি মাসের প্রথম ভাগে হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি হয়েছিলেন বিসিসিআই সভাপতি। সেই সময় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ফোন করে মহারাজের খোঁজ নিয়েছেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে জেনেছেন দাদার শারীরিক পরিস্থতির (Health Condition) খবর৷ ডোনাকে শাহ প্রস্তাবও দিয়েছিলেন, “সৌরভকে দিল্লিতে নিয়ে আসুন। এইমসে চিকিৎসা হবে৷ আমি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি।” যদিও তা আর প্রয়োজন হয়নি৷ সুস্থ সৌরভ এখন বাড়িতে বিশ্রামে। জানা গিয়েছে, এবার সৌজন্য সাক্ষাত করতে অমিত শাহের আসন্ন বঙ্গ সফরের কর্মসূচিতে ঢুকতে পারে মহারাজের বাড়ি৷
সম্প্রতি ফিরোজ শাহ কোটলায় প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি স্থাপন অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় দু’জনকে৷ শাহ-সৌরভের এই সুসম্পর্কের পিছনে রাজনীতির অঙ্ক রয়েছে বলে অনেকের ধারনা৷
এ নিয়ে জল্পনাও তুঙ্গে।
এবার যদি সত্যিই স্বরাষ্ট্রমন্ত্রী যদি সত্যি বেহালায় সৌরভের বাড়িতে যান, তাহলে বঙ্গ রাজনীতিতে গুঞ্জন বাড়তে পারে বহুগুন। অমিত শাহ বাংলায় এসে বিশিষ্টদের বাড়িতে যাওয়ার একটি রেওয়াজ চালু করেছেন। নভেম্বরে তিনি গিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। এবার তিনি পা রাখতে পারেন বেহালার লাল বাড়িতে।
ইতিমধ্যেই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে ‘ভূমিপুত্র’ শব্দটি ব্যবহার করেছেন অমিত শাহ। তখন থেকেই চর্চা চলছে বিসিসিআই সভাপতির নাম ঘিরে৷
আরও পড়ুন-ভোটের আগে রাজ্যে বদলি ৪ আইপিএস































































































































