পাঞ্জাব ম‍্যাচে তিন পয়েন্ট লক্ষ‍্য হাবিয়ার

0
3

রবিবার আইলিগে ( i-league) চতুর্থ ম‍্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব ( mohammedan sporting club) । প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি ( roundglass punjab fc)। রবিবারের ম‍্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে আশাবাদী সাদা-কালো কোচ জোসে হাবিয়া।

আইলিগে প্রথম ম‍্যাচের পর বাকি দুই ম‍্যাচে ড্র করে সাদা-কালো ব্রিগেড। যার ফলে তিন ম‍্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে হাবিয়ার দল। অপরদিকে প্রথম ম‍্যাচে জয় পেলেও বাকি দুই ম‍্যাচ হারে পাঞ্জাব। ৩ ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ স্থানে তারা।

রবিবার ম‍্যাচের আগে এই সব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে রাজি নন মহামেডান কোচ। এদিন সাংবাদিক সম্মেলনে হাবিয়া বলেন,” পাঞ্জাব শক্তিশালী দল। ভাল খেলছে, জয় পাচ্ছে না। তবে আশাকরি ওদের বিরুদ্ধে আমরা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব। শেষ দুটো ম‍্যাচে আমরা এক পয়েন্ট করে পেয়েছি। তবে পাঞ্জাবের বিরুদ্ধে আমার দল ঘুরে দাড়াবে।”

আরও পড়ুন:ইনভেস্টর কম্পানি শ্রী সিমেন্টের পক্ষ থেকে আসেনি কোন চিঠি, জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্তা

Advt