কৃষি আইন(Farm law) প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা(Farmer)। তাদের সেই আন্দোলনকে(Protest) সমর্থন জানাতেই শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বিশাল মিছিলের আয়োজন করলো সারা ভারত কিষান সভা(all India Kisan union)। শনিবার দুপুরে নাসিক থেকে শুরু হয় এই মিছিল যা গিয়ে থামবে মুম্বইতে(Mumbai)। এই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রায় ২০ হাজার কৃষক।
জানা গেছে শনিবার দুপুরে নাসিকের(Nasik) গলফ ক্লাব ময়দান থেকে একাধিক গাড়িতে করে শুরু হয় মিছিল। জানা গিয়েছে, এদিন নাসিক থেকে যাত্রা শুরু করে রাতে ঘাটানদেবীতে থামমে মিছিলটি। ২৪ জানুয়ারি সকাল ন’টায় ওই ২০ হাজার কৃষক যাত্রা শুরু করবেন কারাঘাটের দিকে। সেখান থেকে মিছিল যাবে মুম্বইতে। উল্লেখ্য, সংযুক্ত কৃষাণ মোর্চা দেশজুড়ে ২৩ থেকে ২৬ জানুয়ারি আন্দোলনের ডাক দিয়েছে। মহারাষ্ট্রের শ্রমিক কৃষকদের বহু সংগঠন সংযুক্ত ক্ষেতকারি-কামগার মোর্চা গত ১২ জানুয়ারি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল ২৪ থেকে ২৬ জানুয়ারি মুম্বইয়ের আজাদ ময়দানে বিশাল অবস্থান করবে। ২৪ জানুয়ারি মুম্বই পৌঁছে সেখানেই যোগ দেবে নাসিক থেকে আসা কৃষাণসভার মিছিল।
আরও পড়ুন:কলকাতাকে অন্যতম রাজধানী করুন, নেতাজির প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিন! মোদিকে বার্তা মমতার
জানা গিয়েছে, ২৫ জানুয়ারি ওই সমাবেশে বক্তব্য রাখবেন কৃষক নেতা হান্নান মোল্লা। পাশাপাশি এই সমাবেশে বক্তব্য রাখবেন মহারাষ্ট্রের ৩ শরিক দলের নেতৃত্বরা। উপস্থিত থাকবেন একাধিক বাম সংগঠনের নেতৃত্বও। ওইদিন বেলা দুটোর পরে সেখান থেকে কৃষকরা রওনা দেবেন রাজভবনে। সেখানে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে কৃষকদের তরফে।


































































































































