বাগান খোলানো নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেতার

0
1

২০১৯ লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের সাতটি বন্ধ চা বাগান (Tea estate) অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছিল বিজেপি (Bjp) । তা সত্ত্বেও সেই সাতটি চা বাগানকে অধিগ্রহণ করা হয়নি। এই প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষকে অপমানের অভিযোগ করলেন তৃণমূলের (Tmc) দার্জিলিং (Darjeeling) জেলা সভাপতি রঞ্জন সরকার।
শুক্রবার শিলিগুড়ির (Siliguri) দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকরে চা শ্রমিকদের প্রতি কেন্দ্রের সরকারের নিয়ে বঞ্চনা নিয়ে এভাবেই আক্রমণ করলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি।

তিনি বলেন, রাজ্য সরকারের চা সুন্দরী প্রকল্পের মধ্যে চা শ্রমিকরা তাদের আবাসন যেমন পেয়েছেন। তেমনই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দাবি অনুযায়ী, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister)। মজুরি বৃদ্ধির ফলে প্রায় সাতে তিন লক্ষ চা শ্রমিক উপকৃত হবে। এর পাশাপাশি ২ টাকা কেজি দরে এখন থেকে সেদ্ধ চাল পাবে বলে তিনি জানান।

আরও পড়ুন-“পাল্টিবাজ” শুভেন্দু, আক্রমণ শানিয়ে আর কী বললেন সুশান্ত ঘোষ?

Advt