জনসংযোগ স্থাপনে আজ থেকে পথে নামছে তৃণমূল

0
3

একুশের ভোটপ্রচারে কার্যত আজ, বৃহস্পতিবার থেকেই পথে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস (TMC)৷

রাজ্যবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে, চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (subrata bakshi) এক বিবৃতিতে জানিয়েছেন, দলের এই কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কাজ তুলে ধরা হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যার সমাধান করতে হবে। সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।
ওদিকে সরকারের প্রশাসনিক উদ্যোগ, ‘দুয়ারে সরকার’ প্রকল্পেও এলাকায় বা বাড়ি ঘুরে সমস্যা শুনছেন সরকারি প্রতিনিধিরা। তৃণমূল এবার দলীয় পতাকা নিয়েই মানুষের কাছে পৌঁছতে চাইছে৷

আরও পড়ুন-সময় বরাদ্দ মাত্র ১০মিনিট, কমিশনের কাছে আজ রাজনৈতিক দলের প্রতিনিধিরা

আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিও(BJP) ভোটারদের মন বুঝতে জনসংযোগে মরিয়া৷ বাড়ি বাড়ি গিয়ে মুষ্টিভিক্ষার চাল সংগ্রহ করছে৷ রাজনৈতিক মহলের বক্তব্য, গ্রামের মন পেতেই এই ‘ভিক্ষাসংগ্রহ’। ওদিকে, ফেব্রুয়ারি মাসে রথ বের করার পরিকল্পনাও রয়েছে বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) দীর্ঘদিন ধরে চা-আড্ডা চালিয়ে যাচ্ছেন৷ তাও বেশ সফল, সাড়াও ফেলেছে৷