দেশে ফিরল ভারতীয় দল

0
2

ব্রিসবেনে ( Brisbane )ঐতিহাসিক জয়ের পর, বৃহস্পতিবার দেশে ফিরল ভারতীয় দল( india team)। মুম্বই বিমানবন্দরে দেখা যায় রোহিত শর্মা( rohit sharma), অজিঙ্কে রাহানেদের। ( ajinkya rahane)। দিল্লি বিমানবন্দরে নামেন গ‍্যাব্বার নায়ক ঋষভ পন্থ( rishabh panth)।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

এদিন বিমানবন্দরে নেমে পন্থ বলেন, “দারুণ খুশি ট্রফিটা নিজেদের দখলে রাখতে পেরে। যে ভাবে দল খেলেছে, তাতে আমরা সবাই খুশি।” অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে একদিনের সিরিজে হারলেও, টি-২০ সিরিজে জয় এবং টেস্ট সিরিজে জয় পায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে খুশি অজিঙ্কে রাহানে।

৫ ফেব্রুয়ারি থেকে দেশে মাটিতে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড সিরিজ। চলতি মাসের শেষের আবার জৈব সুরক্ষা বলয়ে চলে যাবে বিরাট কোহলির দল।

Advt