করোনাকে পরাজিত করে করোনার বিরুদ্ধে তাঁর যুদ্ধ চলছে। তিনি দান করেছেন শরীরের প্লাজমা। পরপর ৬ বার কনভালোসেন্ট প্লাজমা দান করলেন তিনি৷ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্পিকার আব্দুল হালিমের পুত্র হলেন ফুয়াদ হালিম৷ যা রীতিমতো রেকর্ড ।
সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,
আমি গত বছর ১৬ সেপ্টেম্বর প্রথম প্লাজমা দিয়েছিলাম। ডঃ প্রসূন ভট্টাচার্য, ডাঃ চিকোম মাইতি, সেতু এবং পুরো টিমকে ধন্যবাদ। আমাকে বলা হয়েছে যে আজ অবধি আমার অ্যান্টিবডি টাইটারগুলি কলকাতা মেডিকেল কলেজে রেকর্ড করা সর্বোচ্চ।
মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশন বিভাগে ষষ্ঠবার প্লাজমা দান করলেন৷ তারপর তিনি জানালেন,সম্ভবত ভারতে আমিই প্রথম ৬বার কোভিড-১৯ কনভালোসেন্ট প্লাজমা দান করতে পেরেছি৷ আরও তিন কোভিড রোগীর পাশে দাঁড়ানোর অনুমতি দেওয়ার জন্য আমি খুশি৷
তিনি এবং তাঁর সংস্থা লকডাউন থেকে এখন পর্যন্ত মাত্র ৫০ টাকার বিনিময়ে ডায়ালিসিস পরিষেবা দিয়ে চলেছেন। উপকৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মত। আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ যারা এই সুবিধা পেয়েছেন। তাই তার পরিচয় গরিবের ডাক্তার ।
মাঝে তিনি করোনা আক্রান্ত হন।হাসপাতাল বেডে শুয়ে যখন অধিকাংশ রোগী একাকীত্ব ও জীবন সংশয় নিয়ে ভোগেন, তখন ডা. ফুয়াদ হালিম হাসপাতাল বেড থেকে জানিয়েছিলেন ৫০ টাকার বিনিময়ে তাঁদের ডায়ালিসিস পরিষেবা চলবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.