সিরাম ইনস্টিটিউটে(Seram institute) ভয়াবহ অগ্নিকাণ্ড বর্তমানে আয়ত্তে আনা সম্ভব হলেও, ওই অগ্নিকাণ্ড প্রাণ কেড়েছে ৫ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় ৫ কর্মীর মৃত্যুতে তাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। একই সঙ্গে এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত সিরাম ইনস্টিটিউটের এক নতুন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় লাগে আগুন। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে করোনা ভ্যাকসিনে কোনওরকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে অনুমান করা যায় অগ্নিকাণ্ড ব্যাপক আকার নিয়েছিল। খবর পেয়ে তৎক্ষণাৎ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ(fire brigade)। দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয় পাঁচ জনের। এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একইসঙ্গে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
আরও পড়ুন:উপহার ২০ লাখ ভ্যাকসিন; করোনা মোকাবিলায় যৌথ প্রয়াস বাংলাদেশ ভারতের
সংস্থার কর্মীদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করে টুইট করেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। তিনি লেখেন, ‘এই মাত্র একটি অস্বস্তিকর খবর পেলাম। অত্যন্ত দুঃখজনক কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে ওই দুর্ঘটনায়। যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’ সিরাম ইনস্টিটিউটের প্রধানের তরফে শোক বার্তা জানানোর পরই সংস্থার তরফে ঘোষণা করে দেওয়া হয় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।