মুম্বই সিটির বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন রেনেডি

0
1

শুক্রবার আইএসএলে ( isl) মুম্বই সিটি এফসি (mumbai city fc) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal)। প্রথম লেগে এই মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ গোলে হেরে ছিল রবি ফাউলারের দল। তবে শুক্রবার আইএসএলের লিগ টেবিলের ফার্স্ট বয়ের কাছ থেকে তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদ ব্রিগেডের।

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র করে ইস্টবেঙ্গল। শেষ সাত ম‍্যাচে একটি ম‍্যাচে হারেনি ইস্টবেঙ্গল। তাই শুক্রবার হুগো বুমোস, লে ফন্দ্রেদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির। এদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের সহকারি কোচ রেনেডি সিং বলেন, “মুম্বই খুব ভাল দল। লিগ টেবিলে শীর্ষে তারা। আমরা এই ম‍্যাচে ফোকাসড। প্রথম লেগের ম‍্যাচের তুলনায় দল এখন অনেক তৈরি। আশা করি ভাল ফল হবে।”

শুক্রবার মুম্বই এফসির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ঝাপাতে চাইছেন রবি ফাউলার। শেষ কয়েক ম‍্যাচে এক পয়েন্ট করে ঘরে তুলছে লাল-হলুদ ব্রিগেড। তবে মুম্বই ম‍্যাচে তিন পয়েন্ট চাইছেন ফাউলার।

আরও পড়ুন:দেশে ফিরেই বাবাকে শ্রদ্ধা সিরাজের, রাজকীয় অভ‍্যর্থনা রাহানেকে

Advt