এটিএম জালিয়াতির ঘটনায় নাজেহাল গ্রাহকরা । এই পরিস্থিতিতে নিজেদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না নন–ইএমভি এটিএমগুলো। টুইট করেও বিষয়টি জানানো হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। বর্তমানে অধিকাংশ এটিএমগুলোই ইএমভি যুক্ত। অর্থাৎ টাকা তোলার সময় কার্ড মেশিনে আটকে থাকে। এটিএম জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ।
যদিও অনেক জায়গাতেই পিএনবি–র নন–ইএমভি এটিএম রয়েছে। আর সেগুলোই বন্ধ করতে চলেছে তাঁরা। কারণ হিসেবে এটিএম কার্ড জালিয়াতির বিষয়টিই জানানো হয়েছে।
এই নিয়ে গত ১৪ জানুয়ারি পিএনবির তরফ থেকে টুইটও করা হয়। তাতে লেখা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নন–ইএমভি এটিএম থেকে আর টাকা তুলতে পারবেন না পিএনবির গ্রাহকরা। কার্ড জালিয়াতির হাত থেকে গ্রাহকদের বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

































































































































