আমফান দুর্নীতি মামলায় ধাক্কা খেল রাজ্য! তদন্ত করবে CAG-ই

0
1
কলকাতা হাইকোর্ট

আমফানের ত্রাণ-বন্টনে দুর্নীতির অভিযোগের মামলায় ফের ধাক্কা খেল রাজ্য। অর্থাৎ আগে ক্যাগকে দিয়ে যে তদন্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেটাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিএজিই তদন্ত করবে। এর আগে ১ ডিসেম্বর আমফান ক্ষতিপূরণ বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত মামলায় সিএজি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু রাজ্যের তরফে আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল ৷ আদালত রাজ্যের এই আবেদন খারিজ করল ৷

উল্লেখ্য, আমফানের তাণ্ডবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তছনচ হয়ে যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।সর্বস্ব খুইয়ে চারদিকে ত্রাণের জন্য হাহাকার পড়ে যায়!কিন্তু সেই ত্রাণ বিলি নিয়েই স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন জায়গায়। অভিযোগের আঙুল মূলত উঠেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। সেকথা মাথায় রেখেই  ভোটের আগে মামলায় কিছুটা সময়ে চাইছিল রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টির ডিভিশন বেঞ্চের রায়ে তা শেষপর্যন্ত হল না।

আরও পড়ুন- আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বাইডেন, টুইটে শুভেচ্ছা নমোর

Advt