ভোটার তালিকা নিয়ে অভিযোগ বামেদের, একশো শতাংশ বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি কংগ্রেসের

0
1

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে সাক্ষাৎ করলেন বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেব, শমীক লাহিড়ী, প্রবীর দেব, অশোক রায়, তপন গঙ্গোপাধ্যায় এবং গৌতম গঙ্গোপাধ্যায়-সহ একঝাঁক বামনেতা। কংগ্রেসের তরফে ছিলেন সৌম্য আইচ।

সিপিএম নেতা রবীন দেব বলেন, “ভোটার তালিকায় বহু ভোটারের নাম বাদ পড়েছে। অথচ মৃত ভোটারের নাম বাদ যায়নি। ফের স্ক্রুটিনি করা হোক। পর্যবেক্ষক যারা থাকে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। পারস্পরিক প্রতিযোগিতা করে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল-বিজেপি। ধর্মের ভিত্তিতে ভোট চাইছে। সেটা বন্ধ করতে হবে।”

অন্যদিকে, কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, “পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে হলে একশো শতাংশ বুথকে স্পর্শ কাতর ঘোষণা করতে হবে। ভোটারদের সর্বোচ্চ যাতে প্রতিটি বুথের ভিতরে ও বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দরকার। আমরা কমিশনের সঙ্গে দেখা করে এমন আর্জি জানিয়েছি।”

আরও পড়ুন:নাবালিকাকে ধর্ষণের পর জীবন্ত কবর দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশের, গ্রেফতার অভিযুক্ত

Advt