দুর্নীতির মিথ্যে অভিযোগ করায় এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) আইনি নোটিশ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁর আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে বিজেপি-র খেজুরির জনসভায় এবং ১৯ জানুয়ারি ‘এবিপি আনন্দ’-র সাক্ষাৎকারে ভিত্তিহীন অভিযোগ করেন শুভেন্দু।
বিভিন্ন দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু। অথচ এই সব অভিযোগ ভিত্তিহীন। চিঠিতে সঞ্জয় বসু অভিযোগ করেন, দীর্ঘদিন শাসকদলে থেকে সব সুযোগসুবিধা নেওয়ার পরে এখন সারদা-নারদের যে সব মামলা সিবিআই-ইডির কাছে রয়েছে তার থেকে বাঁচতে তাঁর মক্কেলের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী।
নোটিশ পাওয়ার ৩৬ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।

আরও পড়ুন:জব কার্ড চাইলে সহবাসের প্রস্তাবের অভিযোগ, বিক্ষোভ মালদহে




































































































































