তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়া বিধায়ক মিহির গোস্বামীকে(Mihir Goswami) চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেসের(TMC) মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়(Partha Chatterjee)। বিধায়ক হিসেবে তার বর্তমান অবস্থান কি তা জানতে চেয়ে পাঠানো হয়েছে চিঠি। চিঠি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে উত্তর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গেছে ৬ জানুয়ারি দলের মহাসচিবের সই করা চিঠিটি পাঠানো হয়েছিল। কিছুদিন আগে সেই চিঠি হাতে পান মিহিরবাবু৷ মঙ্গলবার তিনি পালটা উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন তিনি তাঁর পুরোনো সিদ্ধান্তেই অনড় আছেন।
উল্লেখ্য, এর আগেই মিহিরবাবু দল ছেড়ে দেওয়ার সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে বা প্রকাশ্যে বললে তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন। এদিন মিহির বাবু জানিয়েছেন মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের একটি চিঠি তিনি হাতে পেয়েছেন। যেই চিঠিতে দলের বা রাজ্য সরকারের কোনও প্রতীক নেই৷ চিঠির উত্তরে তিনি জানিয়েছেন ১৯ জন বিধায়ক এমন আছেন যারা অন্যদল থেকে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আগের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছেন সংবাদ মাধ্যমের কাছে। তবে তার ক্ষেত্রে নিয়ম আলাদা কেন হবে তা জানতে চান চিঠিতে৷
আরও পড়ুন:ফের ‘বেসুরো’ প্রবীর: ব্যর্থতা স্বীকার করেও দায় চাপালেন সরকারের ঘাড়ে
এমনকি তিনি জানান, যদি সম্মানীয় স্পিকার নোটিশ পাঠান তিনি আইনী চিঠি দিয়ে তার জবাব দেবেন৷ আজ ফেসবুকেও পোস্ট করে তিনি তাকে পাঠানো চিঠির যা জবাব দিয়েছেন তা তুলে ধরেন। অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে আসা ১৯ জন বিধায়কের নামের তালিকাও পোস্ট করেন। যদিও এব্যাপারে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারন সম্পাদক রাহুল রায় বলেন, মিহির গোস্বামীর উচিত যেই দল থেকে জিতে বিধায়ক হয়েছেন সেই বিধায়ক পদ ছেড়ে দেওয়া।