বোলপুরে সাংবাদিক সম্মেলন করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি তুলল এসএফআয়ের রাজ্য নেতৃত্ব। বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করার পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকেও চিঠি দেবে এসএফআই। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্রদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে৷ এছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে ঝামেলা সম্মানের সঙ্গে মিটিয়ে ফেলতে হবে বিশ্বভারতীকে। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এসএফআই।
বুধবার বোলপুরে বোলপুরের সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বভারতীকে এক অচল অবস্থা সৃষ্টি করা হয়েছে । উপাচার্য রাজনৈতিক পক্ষ নিয়ে কথা বলছেন। যা কাম্য নয়। আমাদের চারটি দাবি। এক, উপাচার্যের পদত্যাগ । দুই, বিশ্বভারতীর ছাত্রদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। তিন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ সম্মানের সঙ্গে মিটিয়ে ফেলতে হবে। চার, বিশ্বভারতীতে সাম্প্রদায়িকতার প্রবেশ বন্ধ করতে হবে।’’
আরও পড়ুন- তৃণমূলে ‘কর্মচারী’, বিজেপি-তে ‘সহকর্মী’, রাজীব-প্রবীরকে বিজেপিতে আহ্বান শুভেন্দুর
 
 
 
 





























































































































