ফের ‘বেসুরো’ তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)। নিজের ব্যর্থতা স্বীকার করেও কোন্নগরের (Kannogar) নৈটি রোডের বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের উপর দায় চাপালেন উত্তরপাড়া বিধায়ক। কোন্নগর স্টেশন লাগোয়া একটি অরাজনৈতিক সংগঠনের ডাকা মঞ্চে রাজ্য সরকারের কাজের সমালোচনা করেন তিনি।

প্রবীর ঘোষালের অভিযোগ, বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য দলের একাংশই রাস্তা সংস্কারের কাজে বাধা দিচ্ছে। কোন্নগরের মানুষের কাছে নরক যন্ত্রনা নৈটি রোড (Noiti Road)। কোন্নগর স্টেশন থেকে ডানকুনির দিল্লি রোড পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার প্রধান যোগাযোগকারী রাস্তা এই নৈটি রোড। কিন্তু এই প্রধান সড়কের অবস্থা খুবই শোচনীয়। রাজ্য পূর্ত দফতরের অধীন এই রাস্তার বেহাল দশায় ক্ষোভ পথচলতি মানুষের। জিটিরোড থেকে কোন্নগর স্টেশনের নীচ দিয়ে এই নৈটি রোড দিয়ে ডানকুনির (Dancuni) দিল্লি রোড ও দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত এই রাস্তা ব্যবহার করেন কোন্নগর শহর সহ কানাইপুর ও নবগ্রাম এর সমস্ত মানুষ। এই রাস্তার পাশেই রয়েছে স্কুল, ব্যাঙ্ক থেকে কানাইপুর গ্রামীণ হাসপাতাল।কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন বেহাল। এই রাস্তা নিয়ে এখন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন প্রবীর ঘোষাল। কিন্তু সমস্যার সমাধান কবে হবে তার কোনো সদুত্তর মেলেনি।
আরও পড়ুন- “গোলি মারো”- স্লোগানে উত্তপ্ত রাজ্য রাজনীতি, নিন্দা শাসক-বিরোধী দুই শিবিরের


































































































































