মার্কিন যুক্তরাষ্ট্রের (united states) ৪৬-তম প্রেসিডেন্ট (president) হিসেবে আজ শপথ নিতে চলেছেন জো বাইডেন (biden)। একইসঙ্গে দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (harris)। ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ বাইডেনের শপথ (oath) অনুষ্ঠান। করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
জাতিবিদ্বেষ ও বিভাজনের মনোভাব দূরে সরিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার লক্ষ্যে আজ শপথ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। গত নভেম্বরে তিনি পা দিয়েছেন ৭৮-এ। প্রথা অনুযায়ী, আমেরিকার প্রধান বিচারপতি জন রবার্টস ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্টকে। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর শপথবাক্য পাঠ করাবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। পূর্ব ঘোষণা অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলের হিংসার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শপথ অনুষ্ঠানের কেন্দ্র। রাজধানী ওয়াশিংটনে জারি আছে জরুরি অবস্থা।

































































































































