?সেনসেক্স ৪৯,৭৯২.১২ (⬆️ ০.৮০%)
?নিফটি ১৪,৬৪৪.৭০ (⬆️ ০.৮৫%)
গত কয়েকদিন ধরে একটানা পতন ঘটে গিয়েছে দেশের শেয়ারবাজারে। যার ফলে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। সে ধাক্কা সামলিয়ে এবার ঊর্ধ্বমুখী হয়ে উঠল দেশের শেয়ারবাজার। বুধবার ৩৯১ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। থেমে ছিল না নিফটিও এদিন ১২৩ পয়েন্ট বেড়েছে নিফটির সূচক।

বুধবার বাজার খোলার পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে শুরু থেকেই খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৯৩.৮৩ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৯২.১২।
থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ১২৩.৫৫ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৬৪৪.৭০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।



































































































































