শতরান হাতছাড়া শুভমনের

0
2

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে জীবনের প্রথম শতরান হাতছাড়া শুভমন গীলের( subhman gill)। এদিন গাব্বায় ( gabba) দুরন্ত রান করে ভারতকে চালকের আসনে নিয়ে যান তিনি। মাত্র ৯ রান বাকী থাকতেই আউট হন শুভমন।

পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার ( Australia )পাহাড় প্রমান রান তাড়া করতে নেমে আউট হয়ে যান রোহিত শর্মা( rohit sharma)। মাত্র ৭ রান করেন রোহিত। এরপর পুজারাকে সঙ্গে নিয়ে ক্রিজে ভারতকে ভরসা দেন শুভমন। ৯১ রান করেন তিনি। যখন সবাই ভেবেই বসেছিল যে গাব্বায় জীবনের প্রথম শতরান আসতে চলেছে শুভমনের ব‍্যাট থেকে।। ঠিক তখনই নেথানের বলে আউট হয়ে যান তিনি। গাব্বায় এদিন ৮ টি চার ও ২ টি ছক্কা হাকিয়ে ইনিংস সাজিয়েছেন শুভমন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt