প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, রাফাল প্রদর্শনে প্রথম মহিলা ফাইটার জেট চালক

0
2

করোনা আবহেও প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজ অনুষ্ঠান হবে দিল্লিতে (Delhi)। তবে অনুষ্ঠানে অনেক কাটছাঁট করা হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যে। কমানো হয়েছে প্যারেডের রাস্তাও। সঙ্গে প্রজাতন্ত্র দিবসে রাফাল প্রদর্শন করা হবে। ভারতীয় বিমান বাহিনীতে যে ৩ মহিলা ফাইটার জেট চালকের পদে নিয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে ভাবনা কান্থ থাকবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।

বিহারের বেগুসড়াইয়ের বাসিন্দা ভাবনা কান্থ জানিয়েছেন, তিনি ছোট বেলায় টিভিতে প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজ দেখতেন। কোনও বছর তা মিস করতেন না। সেই কুচকাওয়াজে এবছর তিনি অংশ নিতে চলেছেন। বয়স ২৮-এর ভাবনা জানিয়েছেন, “রাফাল বা সুখোইয়ের মতো ফাইটার জেট চালাতে দিলেও আমি ভীষণ খুশি হব।”

ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ট্যাবলোর অংশ থাকবেন তিনি। যার মূল উদ্দেশ্য মেক ইন ইন্ডিয়ার আদর্শ তুলে ধরা। ভাবনা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই National Defence Academy-তে ভর্তি হন। তখন সেখানে মহিলা হিসেবে তিনি একাই ছিলেন। পরবর্তীকালে বিএমএস কলেজ থেকে মেডিক্যাল ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং করেন ভাবনা কান্থ। এরপর Indian Air Force-এ যোগ দেন।

▪️ করোনা পরিস্থিতির জেরে এবার কোপ পড়ল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে। সরকারি সূত্রে খবর, দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে কাটছাঁট করা হবে। দর্শক সংখ্যাও কমানো ফেলা হবে।

▪️ কমিয়ে ফেলা হয়েছে পথ। ৮.২ কিলোমিটার থেকে ৩.৩ কিলোমিটার করা হয়েছে। বিজয়চক থেকে ন্যাশেনাল স্টেডিয়াম পর্যন্ত করা হবে প্যারেড।

▪️ প্যারেডেও মানা হবে সামাজিক দূরত্ব। প্রতিটি দলে প্রতিযোগীদের সংখ্যাও ১৪৪ থেকে কমিয়ে ৯৬ করা হচ্ছে।

▪️ সেখানে থাকবে ৮ টি আইসোলেশন। করোনার উপসর্গ থাকলে তাঁকে আইসোলেশনে রাখা হবে। সেখানে থাকবেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। দর্শকদের প্রতি আসনে অ্যান্টি-ভাইরাল এবং ব্যাকটিরিয়া কোটিং স্প্রে করা থাকবে।

▪️ দর্শক আসন থাকবে মাত্র ২৫ হাজার। যাঁদের বয়স ১৫ হাজারের কম তাঁদের অনুমতী মিলবে না প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে। দর্শক স্থানেও থাকবে সামাজিক দূরত্ব। মানা হবে কোভিড প্রোটোকল। অবশ্যই পরতে হবে মাস্ক। রাখতে হবে নিজস্ব স্যানিটাইজার। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রবেশপথে থাকবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা।

আরও পড়ুন-‘আমার জীবনে সেরা দিন, এই জয় ঐতিহাসিক ‘ ম‍্যাচ শেষে বললেন ঋষভ

Advt