ধমকালে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেবে বাংলা: সায়নীর পাশে মমতা

0
1

এখানে ধমকালে মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দেবে বাংলার মানুষ- অভিনেত্রী সায়নী ঘোষের হেনস্থার প্রতিবাদ করে পুরুলিয়ার সভা থেকে বিজেপির (Bjp) বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata)। তিনি বলেন, “ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখান”।

অভিনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) টিভি চ্যানেলের টকশোতে বিজেপি বিরোধী মন্তব্য করা তাঁর পুরনো মিম টেনে এনে ধমক দিচ্ছে বিজেপি। মঙ্গলবার পুরুলিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলার সংস্কৃতিকে, টালিগঞ্জকে এবং বাংলাকে আক্রমণ করা যাবে না। বাক স্বাধীনতা আছে, মানুষ কথা বলতেই পারেন। পুরুলিয়ার সভা থেকে এদিন স্পষ্টতই সায়নীর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী।

তথাগত রায়ের (Tathagata Ray) নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, বয়স হয়ে গিয়েছে তবু এদের স্বভাব যায় না। ” উনি নাতনির বয়সি মেয়েকে ভয় দেখাচ্ছেন!” এর আগে সায়নীর পাশে দাঁড়িয়ে টুইটে এ ঘটনার নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও (Kakoli Ghoshdastidar)।

আরও পড়ুন:মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি: কটাক্ষ মমতার

Advt