ফের ধর্মঘটের পথে বাস এবং মিনিবাস। বাস এবং মিনিবাস মালিকদের বিভিন্ন সংগঠন তিনদিনের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি কলকাতাসহ রাজ্যের সমস্ত জায়গায় ধর্মঘট হবে।
তাঁদের মূলত দুটি দাবি। প্রথম, পেট্রল-ডিজেলের দামের ওপরে জিএসটি বসাক কেন্দ্র। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে দাম বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের। প্রত্যেকদিন পেট্রল-ডিজেলের দাম রেকর্ড মাত্রায় বেড়ে চলেছে। গত দু’দিনে কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ২৪ পয়সা করে। ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা করে।
পাশাপাশি রাজ্য সরকারের কাছে তাদের আরও এক দাবি, বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। লকডাউনের পরে রাজ্য সরকার তিন সদস্যের কমিটি তৈরি করেছিল। যাদের মূলত কাজ ছিল বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা। তার পরবর্তী পর্যায়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে বাস মালিকদের বিভিন্ন সংগঠনের দাবি বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। জয়েন্ট কাউন্সিল জানিয়েছে, ৩০ জানুয়ারি মধ্যে কোনও রকম ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে ১৫ ফেব্রুয়ারির পর থেকে তারা লাগাতার ধর্মঘটের পথে নামবে।
আরও পড়ুন-‘মিথ্যে’ অভিযোগ প্রত্যাহার করতে হবে বিশ্বভারতীর উপাচার্যকে, আইনি পদক্ষেপ অমর্ত্যর
 
 
 
 
 






























































































































