কোভিড (Covid 19) পজিটিভ অভিনেত্রী লিলি চক্রবর্তীর (Lily Chakraborty)। জ্বর না কমায় তাঁর বাড়ির সদস্যরা করোনা পরীক্ষা করান। পরেই রিপোর্ট পজেটিভ আসে অভিনেত্রীর। ডাক্তারের পরামর্শে নিজের বাড়িতেই চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, তাঁর ওষুধ চলছে। গত ২৪ ঘণ্টায় জ্বর আসেনি। শ্বাসকষ্টও নেই। অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানান, “জ্বর এখন একেবারেই আসছে না। আপাতত ডাক্তারের পরামর্শে বাড়িতেই ট্রিটমেন্ট হচ্ছে। নার্সিংহোমে ভর্তি হওয়ার মত পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে প্রাথমিকভাবে হাসপাতালের সঙ্গে কথা বলা আছে। বাড়িতে থেকেই যখন সুস্থবোধ করছি তাহলে নার্সিংহোমে যাব কেন? শারীরিক দিক থেকে যদি খুব অসুস্থ লাগে অবশ্যই নার্সিংহোমে যাব। আপাতত তেমন কিছুই মনে হচ্ছে না।”
সম্প্রতি অভিনেত্রী লিলি চক্রবর্তীকে ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে দেখছিলেন দর্শকরা।
আরও পড়ুন-বৃষ্টি হবে উত্তরবঙ্গে, জাঁকিয়ে শীত দক্ষিণে































































































































