বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা দক্ষিণ কলকাতায়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার, টালিগঞ্জ (Tollyganj) মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষের Shubhendu Adhikari-Dilip Ghosh) রোড শো হয়। চারু মার্কেট এর কাছে বিজেপির (Bjp) ব়্যালি (Rally) পৌঁছতেই মিছিল লক্ষ্য করে ছোড়া হল ইট। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল থেকে রেলিং টপকে গিয়ে পাল্টা হামলা চালান বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, পাড়ার ভিতরে ঢুকে বিজেপির কর্মী-সমর্থকরা মুহুর্মুহু ইট ছোড়েন। বাইক ভাঙচুর কর করা হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি জানান, পাড়ার মধ্যে ঢুকে হামলা চালিয়েছে বিজেপি। মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ ছিল বলেই তারা রক্ষা পেয়েছেন না হলে আরো বেশি হামলা চলত।

মিছিলের পথে চারু মার্কেট সহ তিন জায়গায় এই হামলার জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, বাংলায় জঙ্গলরাজ চলছে। পাল্টা অরূপ বিশ্বাস বলেন, তৃণমূল কর্মীদের পতাকা লাগানোর সময় হামলা চালায় বিজেপি। মমতার ছবিও ভেঙে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।

তৃণমূল নেতা তথা মন্ত্রী তাপস রায় (Taposh Roy) জানিয়েছেন, বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা করেছে। বাংলায় আইন-শৃঙ্খলাকে কালিমালিপ্ত করার জন্য এটা গেরুয়া শিবিরের ষড়যন্ত্র বলে।

তৃণমূল নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee) বিজেপির হামলার ঘটনার নিন্দা করেন। তিনি জানান, এর প্রতিবাদে একই পথে মঙ্গলবার মিছিল করবে তৃণমূল।

আরও পড়ুন-কাল খেজুরিতে শুভেন্দু, পাল্টা চন্দ্রকোণায় কুণালের সভা
 
 
 
 
 
 






























































































































