কাল খেজুরিতে শুভেন্দু, পাল্টা চন্দ্রকোণায় কুণালের সভা

0
2

কাল, মঙ্গলবার সকলের লক্ষ্য মেদিনীপুর (Medinipur)। খেজুরিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা, চন্দ্রকোণায় কুণাল ঘোষের (Kunal Ghosh) সভা। শুভেন্দু বলবেন, পাল্টা কুণালও। ফলে জমজমাট মঙ্গলবারের বিকেল।

চন্দ্রকোণায় ৪৮ ঘন্টা আগেই সভা করেছিলেন শুভেন্দু। পাল্টা কাল, মঙ্গলবার তৃণমূলের সভা, প্রধান বক্তা কুণাল ঘোষ। পশ্চিম মেদিনীপুরের সভাপতি অজিত মাইতির নেতৃত্বে প্রস্তুতি সারা। এলাকার তৃণমূল কর্মীরাও রেকর্ড জমায়েত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর মেগা সভা হল সোমবার। শুভেন্দুর দাবি, কাল, মঙ্গলবারের সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের যথাযথ জবাব দেবেন তিনি। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর সভায় জেলা ও রাজ্যের বাইরে থেকে সমর্থক আনা হয়েছে। পাল্টা তৃণমূল বলছে, লোক দেখে ঘাবড়ে গিয়েই শুভেন্দু এসব কথা বলছেন।

এর আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও কাঁথিতে তৃণমূলের জনসভায় প্রধান বক্তা ছিলেন কুণাল। রাতের সভায় ছিল চোখে পড়ার মতো ভিড়। চন্দ্রকোণার সভা থেকে নতুন কোন অভিযোগের তীর ছোড়েন কুণাল, সে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তুমুল।

সব মিলিয়ে মঙ্গলবার দুপুরের পর থেকে সকলের চোখ থাকবে চন্দ্রকোণা ও খেজুরিতে।

আরও পড়ুন-নন্দীগ্রামে প্রার্থী মমতা: দেখে নিন কীভাবে বিপাকে পড়ল বিজেপি

Advt