বোনের বিয়ে বলে কথা. মুম্বই থেকে সপরিবারে একেবারে কোন্নগর (Konnogar) পৌঁছে গেলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী অভিনেত্রী সুস্মিতা সেন (Susmita Sen)। চুপিসারে এলেও, সুস্মিতার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। জেঠতুতো বোনের বিয়ে উপলক্ষ্যে প্রায় সমস্ত কাজ ফেলে আসেন সুস্। সঙ্গে ছিলেন বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী, দুই মেয়ে। গোটা পরিবারের সঙ্গে হাজির হন রোহমান শলও (Rohman Sole)।

দমদম বিমানবন্দরে নামার পর সুস্মিতা সোজা যান কোন্নগরে। একেবার বাঙালি সাজে বিয়ের আসরে হাজির হন বলিউড ডিভা। সুস্মিতার ভাইয়ের স্ত্রী অভিনেত্রী চারু আসপাকেও (Charu Aspa) বিয়ের আসরে দেখা যায় বাঙালি সাজে। ঐন্দ্রিলা সেন এবং সায়ক সেনের বিয়ের আসরে সুস্মিতা হাসি মুখে ছবি তোলে সবার সঙ্গে। সুস্মিতার বোন ঐন্দ্রিলার পিঁড়ি ধরেন রোহমান শল এবং রাজীব সেন।

আরও পড়ুন- নয়া কমিটিতে পদ মেলেনি, দলের বিরুদ্ধে ক্ষোভ কোচবিহারের তৃণমূল নেতার





























































































































