১৭বছরের খরা কাটালেন সিরাজ

0
1

নেই ইশান্ত নেই ভুবনেশ্বর! অ্যাডিলেডের পর নেই শামি, চোটের তালিকা দীর্ঘ হতে অজিভূমে টেস্ট সিরিজ খেলতে এসে একে একে উমেশ-জাদেজা-অশ্বিন-বুমরাহকে হারিয়েছে ভারত! ডনের দেশে বিদেশ সফরে গিয়ে ভারত যেন মিনি হাসপাতাল।
ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। ম্যাচে ব্যাট এবং বলে কামাল করেছেন মুম্বইকর। সংশ্লিষ্ট টেস্টে তিনি যতগুলি উইকেট নিয়েছেন, এই মাঠে ভারতের অনেক রথী-মহারথীরা তা করে দেখাতে পারেননি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শার্দুল।
কেরিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন সিরাজ। সেই সঙ্গে তিনি দীর্ঘ ১৭ বছরের খরা কাটা গাব্বায়। সার্বিকভাবে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে ব্রিসবেনে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সিরাজ। শেষবার এমন কৃতিত্ব দেখিয়েছিলেন জাহির খান। ২০০৩ সালে তিনি ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৯৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। অবশেষে ১৭ বছর পর ফের কোনও ভারতীয় বোলার গাব্বায় ৫ উইকেট নেন।