বার্সেলোনায় ১৭ বছরের দীর্ঘ কেরিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন মেসি

0
4

প্রায় ১৭ বছরের ক্লাব কেরিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের অতিরিক্ত সময়েরও একেবারে শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে থাকা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় আটকানোর চেষ্টা করলে মেসি এক ধাক্কায় তাকে ফেলে দেন।
প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটি, তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান।
এই লাল কার্ডের সিদ্ধান্তেরর পর মেসি বা তার সতীর্থদের তেমন প্রতিবাদ করতেও দেখা যায়নি। টিভিতে তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তারা রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।লিওনেল মেসি এই ঘটনার কারণে ঘরোয়া ফুটবলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।
ম্যাচে তো গোল পেলেনই না। বরং অ্যাথলেটিক বিলবাও ডিফেন্ডারদের কড়া ট্যাকেলে খেলার একদম অন্তিম মুহুর্তে মাথা গরম করে লাল দেখে মাথা নিচু করে মাঠ ছাড়েন এলএম টেন। ভরাডুবি হয় দলের। মেসি ও বার্সেলোনার এহেন পরিণতিতে বিচলিত হয়েছেন ফুটবল প্রেমীরা।