নন্দীগ্রামে প্রার্থী মমতা: দেখে নিন কীভাবে বিপাকে পড়ল বিজেপি

0
1

নন্দীগ্রাম ( nandigram) থেকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee)।
সেরা চমকটা ঘোষণার পর তীব্র চাঞ্চল্য।
2016 সালে মমতা নিজেই এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ( suvendu adhikari) নাম ঘোষণা করেছিলেন। এটি শুভেন্দুর বাড়ির এলাকা নয়। তৃণমূলের আন্দোলনের মঞ্চ থেকেই তাঁকে প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা। এবার তিনি নিজেই প্রার্থী।

এতে পুরোপুরি ব্যাকফুটে বিজেপি ( bjp)।
দেখুন কী কী প্রভাব পড়বে-

1) শুভেন্দু চরম বিপাকে। তাঁকে নন্দীগ্রামে লড়তে হবে। আবার না লড়লেও বদনাম। শুনতে হবে পালিয়ে গেলেন।

2) মেদিনীপুর ঘিরে শুভেন্দু বা বিজেপিরা বেশি আসনের যে হাওয়া তুলছেন, তা লাটে উঠল। গোটা জঙ্গলমহলে তৃণমূল কর্মীরা চাঙ্গা।

3) শুভেন্দু যে গ্রাম বনাম শহর ইস্যুতে আবেগ তুলতে চাইছেন, তার অবসান ঘটে গেল আজ।

4) মমতা দেখালেন যুদ্ধক্ষেত্রে তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ভূমিকাতেই স্বচ্ছন্দ।

5) মমতা বোঝালেন নন্দীগ্রাম বা আন্দোলনের ক্ষেত্র তাঁর তৈরি। তিনি কাকে আগে প্রার্থী করেছিলেন সেই ব্যক্তি বড় কথা নয়। মমতা যা ঠিক করবেন সেটাই শেষ কথা।

6) বিজেপির অঙ্ক উল্টে ভোটের দামামা বেজে গেল । এখন বিজেপিকে নতুন করে অঙ্ক কষতে হবে।