সোমবার মুস্তাক আলি টি-২০ ( syed mushtaq ali trophy ) তে তামিলনাড়ুর ( tamil nadu) বিরুদ্ধে খেলতে নামছে বাংলা( bengal) । শেষ ম্যাচে অসমের কাছে হেরে ছিল অনুষ্টুম মজুমদারের( anustup majumdar)দল। মুস্তাক আলির নকআউট পর্বে যেতে তামিলনাড়ুর বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে।
চার ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে ম্যাচে লিগ টেবিলের ওপরে দিনেশ কার্তিকের দল। তিন ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে বাংলা। তামিলনাড়ু বিরুদ্ধে নামার আগে সর্তক বাংলার অধিনায়ক। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে অনুষ্টুপ বলেন, তামিলনাড়ু ভাল দল। তবে ওদের দলে ব্যাটিং এবং বোলিং লাইন দুটোই ভাল। দিনেশ কার্তিকের(dinesh karthik) মতন ক্রিকেটার আছেন। যেকোন সময় ম্যাচ বের করে নিয়ে যেতে পারে।
তবে ম্যাচের আগেরদিন নিজের দল নিয়েও আশাবাদী অনুষ্টুপ মজুমদার। বিকেক সিং ভাল ব্যাট করলেও, দলের মিডল অর্ডার সেভাবে সফল নয়। তবে এসব নিয়ে ভাবতে নারাজ অনুষ্টুপ। বললেন তামিলনাড়ু ম্যাচে দল ভাল ফল করবে।”
আরও পড়ুন:এফসি গোয়ার বিরুদ্ধে ড্র এটিকে এমবির