ফের ধস শেয়ারবাজারে, ৪৭০ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক

0
3

?সেনসেক্স ৪৭,৫৬৪.২৭ (⬇️ -০.৯৬%)

?নিফটি ১৪,২৮১.৩০ (⬇️ -১.০৬%)

শুক্রবারের পর ফের সোমবার ধ্বস নামল শেয়ারবাজারে। এদিন এক ধাক্কায় ৪৭০ পয়েন্ট নেমে গিয়েছে সেনসেক্স এর সূচক। যা নিশ্চিত ভাবেই বিনিয়োগকারীদের জন্য দুঃখের খবর। এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪৭০.৪০ পয়েন্ট বা -০.৯৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৭,৫৬৪.২৭। এনএসই নিফটি (NSE Nifty) -১৫২.৪০ পয়েন্ট বা -১.০৬ শতাংশ নেমে হয়েছে ১৪,২৮১.৩০। স্বাভাবিকভাবেই এক ধাক্কায় এতোখানি পতন ঘটায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:ধূমপায়ী, নিরামিষাশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, বলছে সমীক্ষা

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt