আগামী সপ্তাহেই আরও ভ্যাকসিন আসছে রাজ্যে

0
1

শনিবারই দেশ জুড়ে করোনার গণ টিকাকরণের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর নবান্ন (Nabanna) থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সময়ই মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, রাজ্যে পর্যাপ্ত করোনার ভ্যাকসিন আসেনি। রবিবারই এল সুখবর। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে দ্বিতীয় দফার ‘কোভিশিল্ড’এর চালান আসতে চলেছে আগামী সপ্তাহেই।

স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই আসবে করোনার ভ্যাকসিনের (Coronavirus Vaccine) দ্বিতীয় চালান। পুনের সেরাম ইন্সটিটিউট (Serum Institute of India) থেকেই আসবে ভ্যাকসিন। তবে কত ভ্যাকসিন আসতে চলেছে তা এখনও জানায়নি কেন্দ্র।

গত মঙ্গলবার রাজ্যে প্রথম দফায় প্রায় ৭ লক্ষ করোনা ভ্যাকসিন আসে রাজ্যে। স্পাইস জেটের কার্গো বিমানে ‘কোভিশিল্ড’ পৌঁছয় দমদম বিমানবন্দরে। এবার ভ্যাকসিন গাড়িতে থাকবে সিসিটিভি।

আরও পড়ুন-আর বারবার টিকিট কাটা নয়, এবার একটাই পাসে সরকারি বাস-ট্রাম-লঞ্চ

Advt