আইএসএলে ( isl) এফসি গোয়ার (fc goa) বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল এটিকে মোহনবাগান। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন এডু গার্সিয়া ( edu Garcia )। এই ড্র এর ফলে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের ( habas) দল।

এদিন এফসি গোয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ঝাপায় এটিকে এমবি। পাল্টা আক্রমণ চালায় এফসি গোয়া। কিন্তু গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দুদল। যার ফলে ম্যাচের প্রথমার্ধে থাকে গোল শূন্য।
ম্যাচে দ্বিতীয় আক্রমণের ঝাঁজ বাড়ায় রয় কৃষ্ণা, এডু গার্সিয়ারা। ম্যাচের ৭৫ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন গার্সিয়া। তবে এই ব্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৮৪ মিনিটে এফসি গোয়ার হয়ে সমতা ফেরান পরিবর্ত হিসাবে নামা ঈশান পণ্ডিত।
এদিনও হাবাস আগে ডিফেন্স সামলে পড়ে আক্রমণে যাওয়ার স্ট্রাটেজি নেন। এদিন কয়েকবার আক্রমণে গোল করতে ব্যর্থ হন রয় কৃষ্ণা।
আরও পড়ুন:জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড




































































































































