২০২২ সাল থেকে বড় করে আইপিএল( ipl) আয়োজন করার ভাবনায় বিসিসিআই( bcci)। এক সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা।

২০২২ সাল থেকে আইপিএল যোগ হতে চলেছে দুটি টিম। এর ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে যাবে। বেশিদিন ধরে আয়োজন করে হবে এই টুর্নামেন্ট। এই বিষয় নিয়ে রবিবার আলোচনা করবে ভারতীয় বোর্ড। এর পাশাপাশি রনজি ট্রফি ( ranji trophy) আয়োজন করা নিয়েও সিদ্বান্ত নিতে চলেছেন তারা।
ভারতের ফিউচার ট্যুর প্রোগ্রাম ২০২৩ থেকে ২০৩২ পর্যন্ত যে ক্যালেন্ডার তৈরি করা হবে, তার মধ্যে আইপিএলের জন্য বেশি দিন রাখার ভাবনায় বিসিসিআইয়ের। এই বিষয় নিয়ে এক বোর্ড কর্তা বলেন, ” বিসিসিআই বেশি ধরে আইপিএল আয়োজন করতে চাইছে। বিদেশি ক্রিকেটারদের কথা মাথায় রেখে সব পরিকল্পনা করা হচ্ছে।”
এরপাশাপাশি ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস




































































































































