তৃণমূলে নতুন পদ পেলেন শতাব্দী, কী দায়িত্ব?

0
2

‌তৃণমূল রাজ্য কমিটির সহ-সভাপতি করা হল বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায়কে (Satabdi)। পাশাপাশি, একই পদে দায়িত্ব পেয়েছেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তী। রবিবার, তৃণমূলের (Tmc) রাজ্য কমিটিতে সহ-সভাপতি হিসেবে তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এদিন, জেলাস্তরের বেশ কয়েকটি সাংগঠনিক পরিবর্তন হয়েছে। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা কমিটির জেলা চেয়ারম্যান হয়েছেন বিপ্লব মিত্র, জেলা সভাপতি হয়েছেন গৌতম দাস। জেলা কো-অর্ডিনেটর হয়েছেন সুভাষ চাকি, ললিতা তিগ্গা ও মুখপাত্র হয়েছেন জয়ন্ত দাস।

আরও পড়ুন:বাঙালি ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে রাজপথে বাংলাপক্ষ

নতুন দায়িত্ব পেয়ে শতাব্দী বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে আমি খুব খুশি। আমি কর্মী হিসেবে কাজ করে এসেছি এবং করছি সেটাকেই স্বীকৃতি দেওয়া হল। আগামী দিনে আরও কাজ করতে হবে। দলের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে, অভিষেকের (Abhishesk Benarjee) কাছে আমি কৃতজ্ঞ। কারণ, তাঁরা এটা মনে করেছেন যে আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই এবং করতে পারব।”

Advt