বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে আরও ঠান্ডার পূর্বাভাস আবহাওয়া দফতরের

0
4

রাজ্য থেকেই শীত বিদায় নিয়েছিল। একরাশ আশঙ্কা নিয়ে রাজ্যবাসীর মনে হয়েছিল শীত বোধবয় এবারের মতো বিদায় নিল। রাজ্যবাসীয় আশঙ্কাকে কার্যত ধুলিস্মাৎ করে ফের স্বমহিমায় ফিরে এসেছে শীত (Winter)। নেটিজেনরা ব্যঙ্গ করে বলতে শুরু করেছিল, শীত তার আত্মীয়দের ডাকতে কিছুদিনের জন্য উধাও হয়েছিল। তবে শীতের দ্বিতীয় ইনিংস (Innings) উত্তরবঙ্গে আগে শুরু হয়। একরাতের মধ্যেই পারদ অনেকটা নেমে যায়। দিনে দিনে তাপমাত্রা (Temperature) কমতে থাকতে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারও বেশ কিছুটা তাপমাত্রা কমছে উত্তরবঙ্গে। বাড়ছে শৈত্য প্রবাহ। তবে সোমবার থেকে এই পরিস্থিতির উন্নতি হতে পারে। রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (Tuesday) ও বুধবার (Wednesday) দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong)- সহ রাজ্যের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের (rain) সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে যে তাপমাত্রা ফের কমতে শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না। সিকিমেও একই পরিস্থিতি দেখা যাবে। সিকিমে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-কনকনে ঠান্ডার আমেজ বঙ্গে, কিন্তু কতদিন থাকছে এই পরিস্থিতি?

Advt