শুভেন্দু-শোভনকে নিয়ে কাল কলকাতায় মিছিলে নামছেন দিলীপ

0
1

কাল কলকাতার রাজপথে নামছেন শোভন-বৈশাখী-শুভেন্দু( sovan, baisakhi।, suvendhu) সঙ্গে অবশ্যই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ( dilip ghosh)। মিছিল বিকেলে, টালিগঞ্জ থেকে রাসবিহারী অবধি। নিশ্চিতভাবে রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

বিজেপির হয়ে রাস্তায় নামার পরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শোভন-বৈশাখী। যদিও প্রথম সভা সেভাবে সদস্য সমর্থকদের টানতে পারেনি। বহু চেয়ার ফাঁকা দেখা গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মিছিলে জনসমাগম করতে শুভেন্দুকেও রাখা হয়েছে। এবং সর্বোপরি রয়েছেন দিলীপ ঘোষ। ফলে মিছিল যে দীর্ঘ হবে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে বিজেপিতে আসার পর শোভন-শুভেন্দুর একসঙ্গে মিছিল এই প্রথম। ফলে আগ্রহ দেখা দিয়েছে৷ মিছিল শেষে যোগদান মেলার কথাও ভাবা হয়েছে। দক্ষিণ কলকাতায় শোভনকে সামনে রেখে বিজেপি জনসমর্থন পাওয়ার চেষ্টায় মরিয়া। শোভন যে মিছিলে লোক টানতে পারবেন না, তা বুঝেই রাজ্য সভাপতির নেতৃত্বে শুভেন্দুকে সঙ্গে নিয়ে দলীয় নেতৃত্ব নামছে সোমবার। কোন বার্তা দেন দিলীপ, সেটাই দেখার।

আরও পড়ুন:গোষ্ঠীদ্বন্দ্ব ঝেড়ে ফেলতে মালদা তৃণমূলে বড়সড় রদবদল

Advt