মাত্র ২২ দিন! মোহভঙ্গ হয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সিরাজ খান

0
1

২২ দিনের মধ্যে পালা বদল। ধাক্কা শুভেন্দু গোষ্ঠীতে। বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলেন সিরাজ খান। মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ। আর ফিরেই বিজেপিকে তোপ। বললেন, ভুল বুঝতে পারছি। দিদির প্রেরণাতেই কাজ করতে চাই।

রবিবার তৃণমূল ভবনে সিরাজের হাতে পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় সিরাজের পাশে ছিলেন পূর্ব মেদিনীপুরের সদ্য নির্বাচিত জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। গত ২৫ নভেম্বর ঘটা করে কৈলাশ বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দেন সিরাজ। আর ফের পুরনো দলে ফিরে সিরাজ বলেন, ওখানে সব বড় বড় নেতা। আমরা ছোট নেতা। যে কাজের জন্য গিয়েছিলাম, তা করতে পারছিলাম না। ভুল করেছিলাম।

আরও পড়ুন:না-ফেরার দেশে ৭ বছর কাটালেন বিশ্ববন্দিতা সুচিত্রা

বিজেপিতে যোগ দিয়ে সিরাজ বলেছিলেন, সংখ্যালঘুদের ভুলিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের চাকরিতে ১০% সংরক্ষণের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সবটাই মিথ্যা।

Advt