শীত আর মাত্র কয়েকদিনের অতিথি

0
5

শীত(winter) এবার বিদায় নিল বলে। আর মাত্র কয়েকটা দিনের অতিথি। তারপরেই বসন্ত জাগ্রত দ্বারে। অন্তত আলিপুর আবহাওয়া দফতরের (alipore weather office) পূর্বাভাস এমন তথ্যই দিচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই  রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা। শনিবার সকালেও মহানগরের (kolkata)আকাশে সামান্য কুয়াশা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।

তবে মহানগরের গরমে হাঁসফাঁস অবস্থা হলেও জেলায় কিন্তু শীত বিদায় নিচ্ছে না এখনই। । জেলায় (distrcits) তাপমাত্রার পারদ এখনও মোটামুটি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই রয়েছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের তাপমাত্রা ১০.৩ এবং পানাগরে ১০.১ ডিগ্রি তাপমাত্রা। কৃষ্ণনগর এবং বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।নতুন বছর শুরুর কয়েকদিনের মধ্যেই বাংলায় উধাও হয়ে গিয়েছিল শীত। পৌষেও গ্রীষ্মের আমেজ উপভোগ করতে পারছিলেন রাজ্যবাসী। শীতেও শুধু সুতির পোষাক ছাড়া কিছু গায়ে রাখা যাচ্ছিল না। । তবে  আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো মকর সংক্রান্তির আগে পারদ পতন হয়। কিন্তু  শীত দীর্ঘস্থায়ী হল না। কারণ, সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। যদিও মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advt