তৃণমূল থেকে আসা প্রত্যেককেই টিকিট দেওয়া হবে না, ঘোষণা দিলীপ ঘোষের

0
2

দলবদলুদের মাথায় আছড়ে পড়লো বাজ৷

তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে ( BJP) এলেই যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হবেন, কখনই এমন নয়৷ এমন কোনও শর্তও নেই। সব কিছু খতিয়ে দেখেই বিজেপি নির্বাচনে প্রার্থী বাছাই করে৷

স্পষ্টভাবেই এ কথা জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷

তিনি বলেছেন, পুরোনো দলে ‘হেভিওয়েট’ নেতা ব নেত্রী হিসেবে তিনি চিহ্নিত থাকতেই পারেন৷ কিন্তু বিজেপি প্রার্থী হতে এসব বিবেচনায় রাখা হয় না৷
দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগে এই কথাই জানিয়েছেন দিলীপ ঘোষ। আর দিলীপের এই মন্তব্যের পর বাংলার রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, তাহলে বিজেপির টিকিট পাবেন বলে যারা তৃণমূল ছেড়ে ভোটের মুখে বিজেপিতে গিয়েছেন বা যাবেন বলে ভাবছেন, তাঁদের কী হবে? তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ কী ?

ভোটের হাওয়া ছড়িয়ে পড়তেই তৃণমূল ছেড়ে বেশ কিছু বিধায়ক, নেতানেত্রী গেরুয়া শিবিরে আশ্রয় নিচ্ছেন। শোনা যাচ্ছে, আরও অনেকেই বিজেপির পতাকা হাতে নিতে ইচ্ছুক৷ ওদিকে, বিধানসভা ভোটের প্রাক্কালে অমিত শাহের ( Amit Shah) সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে এখন দিলীপ ঘোষ। আছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং শিবপ্রকাশ। সেই বৈঠকে দলের প্রার্থী বাছাই নিয়েই আলোচনার আগেই দিলীপবাবু পরিষ্কার করে দেন, “যাঁরা জিততে পারবেন এবং পার্টির কাজ করবেন, তাঁদেরই টিকিট দেওয়া হবে। আর প্রার্থী তালিকা চূড়ান্ত করবে দিল্লিই। বিজেপির নিজেরই ওয়েট আছে। কে অন্য দলের হেভিওয়েট, তা আমাদের দেখার বিষয় নয়।”
সূত্রের খবর, অমিত শাহের হাতে দলে সম্ভাব্য যোগদানকারীদের একটি তালিকা পেশ করেছেন দিলীপবাবুরা। তালিকায় যাদের নাম আছে, তাঁদের সম্পর্কে খোঁজখবর করবে কেন্দ্রীয় পার্টিই। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কাকে দলে নেওয়া হবে, কে বাদ যাবেন।একইসঙ্গে কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছে, বাংলায় অন্য দল থেকে যারা বিজেপিতে আসতে চাইছেন, তাঁদের সবাইকে দলে নেওয়া যাবে না। স্বচ্ছ ভাবমূর্তি যাদের নেই, তাঁদের নাম বিজেপি বিবেচনাই করবে না৷ বিজেপির শীর্ষস্তর বারবার দাবি করছেন, বিধানসভা ভোটের মুখে রাজ্যের শাসক দলের আরও অনেক নেতানেত্রী গেরুয়া শিবিরে যোগ দিতে চাইছেন। এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দিলীপবাবুর এ ধরনের মন্তব্যে নিশ্চিতভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এবং আগামীদিনে যারা যোগ দেওয়ার মওকা খুঁজছেন, তাঁদের৷

রাজ্য রাজনীতিতেও এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে৷

আরও পড়ুন – অভিষেকের প্রশংসা, তৃণমূলে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে শতাব্দীর পোস্ট

Advt