তৃণমূলেই থাকছি, দিনভর টানাপোড়েন শেষে ঘোষণা শতাব্দীর

0
2

গত 48 ঘন্টা বিভিন্ন জল্পনার পর সাংসদ শতাব্দী রায় জানালেন তিনি তৃণমূলেই থাকছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শতাব্দী বলেন,” আমার কিছু বিষয়ে বক্তব্য ছিল। অভিষেকের সঙ্গে আলোচনায় আমি খুশি। দিল্লি যাচ্ছি না। দলেই থাকছি। তৃণমূল বড় পরিবার। অনেকেরই ক্ষোভ বা আপত্তি থাকতে পারে। সেটা দলেই বলুন। দল আশা করি সমাধান করবে। এখন নির্বাচন সামনে। আসুন সবাই হাতে হাত ধরে লড়ি। তৃণমূল আবার জিতবে।” উল্লেখ্য, দুপুরে শতাব্দীকে ফোন করেছিলেন মুকুল রায়। শতাব্দীকে নিয়ে সব জল্পনার অবসান ঘটে রাতে।

আরও পড়ুন- টিআরপি কাণ্ড: অর্ণব ও প্রাক্তন বার্ক সিইও–র কথোপকথন ভাইরাল

Advt