‘বিজেপি করোনার থেকেও বেশি বিপজ্জনক’, তোপ দাগলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আরও একবার কড়া ভাষায় তিনি আক্রমণ করলেন বিজেপিকে (BJP)। ছেড়ে কথা বললেন না বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য (Amit Malaviya)।
বসিরহাটেই (Basirhat) একটি রক্তদান শিবিরের যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। সেখান থেকেই তিনি বলেন, “আপনাদের চোখ-কান খোলা রাখুন, কারণ আশপাশে কিছু লোক রয়েছে, যাঁরা করোনার থেকেও বিপজ্জনক। জানেন তাঁরা কারা? তারা হল বিজেপি। ওরা আমাদের সংস্কৃতি বোঝে না। ওরা মানবিকতা বোঝে না। আমাদের পরিশ্রম বোঝে না। ওরা শুধু ব্যবসা বোঝে। ওদের অনেক টাকা। সব জায়গায় সেই টাকা ছড়ায়। তার পর ধর্মের ভিত্তিতে একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে দিয়ে দাঙ্গা ছড়ায়।’”
এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের তথ্যপ্রযুক্তি শাখার দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, “পশ্চিমবঙ্গে নোংরা মানের টিকা রাজনীতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি টিকার ট্রাক আটকে দিলেন। এখন এক তৃণমূল সাংসদ মুসলিম অধ্যুষিত দেগঙ্গাতে বিজেপি–র সঙ্গে করোনার তুলনা করলেন। মুখ্যমন্ত্রী চুপ। কেন? তোষণ?”
আরও পড়ুন : তৃণমূলেই থাকছি, দিনভর টানাপোড়েন শেষে ঘোষণা শতাব্দীর




































































































































