বিজেপির ‘গুজরাত মডেল’ কে টেক্কা দিচ্ছে ‘বাংলা মডেল’। পরিসংখ্যান দিয়ে ট্যুইট করে বোঝালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien) শনিবার একটি ট্যুইট করে গুজরাট ও পশ্চিমবঙ্গের মধ্যে ২৫টি পয়েন্ট ভিত্তিক তুলনা টেনেছেন। এবং দেখানোর চেষ্টা করেছেন সংশ্লিষ্ট বিষয়ে গুজরাটের তুলনায় বাংলার স্থান ঠিক কোথায়।
গুজরাত মডেলের চেয়ে বাংলা মডেল কতটা এগিয়ে এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে ডেরেক মূলত যে বিষয়গুলি উত্থাপন করেছেন সেগুলি হল অর্থনীতি ও কর্মসংস্থান। এ বাদে স্বাস্থ্য পরিষেবা, পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে অপুষ্টি, শিক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি। এছাড়াও জিডিপির অগ্রগতি-সহ একাধিক ক্ষেত্রে দুই রাজ্যের তুলনামূলক পরিসংখ্যান সামনে রাখা হয়েছে। যেখানে প্রত্যেকটি ক্ষেত্রেই গুজরাটের তুলনায় বাংলা এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন- পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক এক্সাইজ ডিউটি প্রতিবাদে সরব অভিষেক
Here's a look at a 25-point comparative performance study that tells you how Didi’s ‘Real Bengal’ is way better than Modi-Shah’s much-touted failed ‘Gujarat Model’. ? pic.twitter.com/4cqnWTRUC2
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) January 16, 2021