“টিকা নিন, করোনামুক্ত জীবনযাপন করুন”, বার্তা ফিরহাদ হাকিমের

0
1

দেশের চিকিৎসা ইতিহাসে আজ, ১৬ জানুয়ারি দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এদিন দেশজুড়ে গণ করোনা টিকাকরণ ((Corona Vaccine) কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও এই পর্বে মূলত সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন বা এখনও লড়াই করছেন সেই করোনা যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ প্রথম ডোজ, ২৮ দিন পর দ্বিতীয় ডোজ।

আরও পড়ুন:টিকাকরণ কর্মসূচির মাঝেই ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,১৫৮, মৃত ১৭৫

চেতলায় এক টিকাকরণ কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Forhad Hakim) বলেন, “আমি ট্রায়ালে টিকা নিয়ে সুস্থ আছি। দুটি ডোজ নিয়েছি। তাই সবাইকে বলতে চাই যে আপনারা সবাই ভ্যাকসিন নিন।” এরপর পুরমন্ত্রী জানান, সব জায়গাতেই এই ভ্যাকসিন কর্মসূচি চালু হচ্ছে। মন্ত্রীর কথায়, “আমি সবাইকে বলছি, আপনারা ভ্যাকসিন নিন। মাস্ক মুক্ত জীবনযাপন করুন। ৫টা পুরসভার স্বাস্থ্যকর্মীরা আজ টিকা পাবেন। আস্তে আস্তে আমরা সব জায়গায় চালু করে দেব। আমাদের হাতে এখন করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র এসে গিয়েছে। তাই সেই অস্ত্র প্রয়োগ করুন। করোনামুক্ত জীবনযাপন করুন।”

Advt