ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আইএসএলে কেরলা ব্লাস্টর্সের সঙ্গে ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের একমাত্র গোলটি করেন স্কট নেভিল।

২) রবিবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে দল। চোট সারিয়ে দলে ফিরছেন কার্ল ম‍্যাকহিউ।

৩) কোচ জোসে হাবিয়াকে নিয়ে অসন্তোষ মহামেডান শিবিরে। তবে এখনই ছেঁটে ফেলা হচ্ছে হাবিয়াকে।

৪) শনিবার মুস্তাক আলিতে অসমের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। অসমের বিরুদ্ধে জয় ধরে রাখতে মরিয়া অনুষ্টুপের দল।

৫) ফের অস্ট্রেলিয়ার বর্ণবৈষম‍্যের অভিযোগ। আবারও মহম্মদ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করল অস্ট্রেলিয়া সমর্থক।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt