এক ধাক্কায় পারদ নামল তিন ডিগ্রি, মহানগরে ঠান্ডা থাকবে আরও কয়েকদিন

0
1

তাপমাত্রার (temperature decreases)পারদ ক্রমেই নামছে। শুক্রবার় এক ধাক্কায় পারদ নেমেছে তিন ডিগ্রি। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal)একাধিক জেলায়। শুক্রবার আবহাওয়া দফতর(Alipore weather office) এই খবর জানিয়েছে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। জেলার ক্ষেত্রে তা ৯ বা ১০ ডিগ্রিতে নেমে আসতে পারে। আগামী দু’দিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। জানুয়ারির শুরুতে দু-একদিন শীত অনুভূত হলেও ধীরে ধীরে বেড়েছিল তাপমাত্রা। গত সোমবারই কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি। ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়তেই কার্যত গলদঘর্ম পরিস্থিতি হয়েছিল শহরবাসীর। জানুয়ারিতে ভরা গ্রীষ্মের মতো অনুভূতি হচ্ছিল সকলের। সেসময় শীতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, পৌষ সংক্রান্তির আগেই ফের নামবে তাপমাত্রার পারদ। পূ্র্বাভাস সত্যি করে মঙ্গলবার থেকেই আবার ঠান্ডা পড়তে শুরু করে।

 

Advt