বিশেষ নিয়ম মেনেই করতে হবে ফোন!

0
1

আজ রাত পোহালেই চালু বিশেষ নিয়ম। এই নিয়ম জারি হওয়ার ফলে আপনার মোবাইলে এবার আর কোনও কল নাও আসতে পারে। টেলিকম মন্ত্রক জানিয়েছে , এবার ল্যান্ড লাইন থেকে মোবাইলে ফোন করতে গেলেই মানতে হবে এই নিয়মটি। যে কোনও মোবাইল নম্বরের আগে শূণ্য বসিয়ে তারপর ফোন করতে হবে। নয়তো সেই ফোন করা যাবে না বলে জানানো হয়েছে।১৫ জানুয়ারি রাত বারোটার পর থেকে চালু হবে এই বিশেষ নিয়ম। এই নিয়ম জারি হওয়ার ফলে আপনার মোবাইলে এবার আর কোনও কল নাও আসতে পারে।