কর্নাটকের ধারওয়ারে টেম্পো-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১১

0
1

টেম্পোর সঙ্গে ট্রাকের মুখোমুখি ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন চালকসহ ১১ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধারওয়ারে। মৃতদের মধ্যে ১০ জনই মহিলা। মৃত্যু হয়েছে গাড়িচালকেরও।

পুলিশ সূত্রে খবর, একটি টেম্পোতে ধারওয়ার হয়ে গোয়া যাচ্ছিলেন দাবাঙ্গেরের একটি মহিলা ক্লাবের সদস্যরা। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের। শুক্রবার ভোর রাতে তিনটে নাগাদ ধারওয়ারের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে টেম্পোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জন মহিলা ও গাড়ির চালকের। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। সামান্য চোট লেগেছে ২ জনের।

এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি টুইটে লেখেন, “কর্নাটকের ধারওয়ার জেলায় পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

Advt